
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুষ্টিয়ার আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা লেগেই আছে। আশ্বিনের মেঘলা আকাশ ঝরিয়েছে ঝুম বৃষ্টি। গত দুইদিনের বৃষ্টিতে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া, কলেজ মোড়, র্যাব গলির অর্জুন দাস আগরওয়ালা সড়ক, কাটাইখানা মোড়, কোর্টপাড়া, হাসপাতাল মোড়, জামতলা, কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বর, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, আদালত চত্বর, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বর, জিয়া পার্ক চত্বর, কুষ্টিয়া সরকারি কলেজ চত্বর সহ শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে জমে থাকা হাঁটুপানির মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হয়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ নানা শ্রেণী-পেশার মানুষ। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। অন্যান্য দিনের তুলনায় রিকশা ও ইজিবাইকের সংখ্যা কম ছিলো। জলাবদ্ধতার কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে রিকশা যাত্রীদের। দুর্ভোগের কথা চিন্তা করে অনেক বাইরে বের হননি। তুলনামূলক পথচারীদের সংখ্যাও ছিল কম। তবে যারা বেরিয়েছে বৃষ্টির কারণে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
