ভাষণ শুরু করলেন পুতিন

আন্তর্জাতিক
Spread the love

ইউক্রেন যুদ্ধের বছরপূর্তির আগমুহূর্তে পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির ফেডারেল অ্যাসেম্বলিতে মঙ্গলবার দুপুরে এ ভাষণ শুরু করেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও তাসের।

ইউক্রেনের ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়ে পুতিন আজ গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

পেসকভ আগেই জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভাষণ দেবেন। বিশেষ করে যুদ্ধের কারণে আর্থ-সামাজিক সমস্যাগুলো উঠে আসবে তার বক্তৃতায়। ক্রিমিয়ায় সামরিক অভিযানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

পুতিনের ভাষণের আগের দিন সোমবার আচমকা কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেখানে বাইডেন বলেন, এক বছর আগে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করেছিল, তখন ভেবেছিল পশ্চিমারা বিভক্ত, ইউক্রেন দুর্বল। ইউক্রেন তার স্বাধীনতা টিকিয়ে রাখতে যে মূল্য দিয়ে যাচ্ছে, তা সত্যি আশ্চর্যজনক। সামনে হয়তো তাদের আরও দুর্দিন আসতে পারে। কিস্তু আমরা ইউক্রেনের সঙ্গেই থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *