৫ বছরে লাখপতি থেকে কোটিপতি জর্জ এমপি

অন্যান্য জাতীয় রাজনীতি সারাদেশ
Spread the love

রাজু আহমেদ, কুষ্টিয়া: 

দলীয় কোনো পদ-পদবি না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়ে কপাল খুলেছে জর্জের। গত পাঁচ বছরের ব্যবধানে সম্পদে ফুলেফেঁপে উঠেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এমপি হওয়ার আগে তার সম্পদের পরিমাণ ২৬ লাখ ৫০ হাজার টাকা থাকলেও এখন তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকায়। তার বার্ষিক আয়ও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পাশাপাশি তার স্ত্রীও সম্পদ বেড়েছে।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জর্জের জমা দেয়া  নির্বাচনী হলফনামার সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান এবং এমপি নির্বাচিত হন জর্জ। পরবর্তী সময়ে তাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।
একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা যায়, পাঁচ বছর আগে সেলিম আলতাফ জর্জের আয় ছিল তিন লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৮৩৬ টাকায়। আয় বাড়ার পাশাপাশি গত পাঁচ বছরে সম্পদের পরিমাণ বেড়েছে কয়েকগুণ। ৫ বছর আগে তার স্থাবর ১০ লাখ ও অস্থাবর ২৬ লাখ ৫০ টাকার সম্পদের ছিল। বর্তমানে তার স্থাবর সম্পদ আছে ১০ লাখ টাকার ও অস্থাবর সম্পদ আছে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার। গত ৫ বছরে ৩৬ লাখ ৫০ হাজার থেকে বেড়ে হয়েছে দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকায়। এসময়ে তার স্ত্রীর সম্পদ ২১ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ টাকায়।
বর্তমানে এক কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা সম্পদের মালিক এ দম্পতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সেলিম আলতাফ জর্জের স্থাবর-অস্থাবর ৩৬ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মধ্যে নগদ ১০ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৫ লাখ টাকা,  আসবাবপত্র (খাট, আলমারি, সোফা, ওয়্যারড্র ইত্যাদি) এক লাখ ৫০ হাজার টাকার, ২ দশমিক ৪৫ একর কৃষি জমি ৭ লাখ ৫০ হাজার টাকার, যৌথ মালিকানার ৪ কক্ষ বাড়ির ২ কক্ষ ২ লাখ ৫০ হাজার টাকা দেখানো হয়েছে।
অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এক কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর  সম্পদের মধ্যে নগদ ১২ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩৭ লাখ টাকা, ৮০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্যারাডো ভিএক্সআর-১ গাড়ি, ২০ লাখ টাকা মূল্যের ১০০ ভরি স্বর্ণালংকার, এক লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী (এসি, ল্যাপটপ ইত্যাদি) ও এক লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র (খাট, আলমারি, সোফা, ওয়্যারড্র ইত্যাদি) দেখিয়েছেন  জর্জ এমপি। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২ দশমিক ৪৫ একর কৃষি জমি ৭ লাখ ৫০ হাজার টাকার, যৌথ মালিকানার ৪ কক্ষ বাড়ির ২ কক্ষ ২ লাখ ৫০ হাজার টাকা ও দশমিক ৪৩ একর কৃষি জমি দেখানো হয়েছে।
৫ বছর আগে স্বর্ণালংকার ও গাড়ি না থাকলেও বর্তমানে জর্জের এক কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার ও গাড়ি রয়েছে। ৫ বছর আগে জর্জের বার্ষিক আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৮৩৬ টাকায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার স্ত্রীর ২১ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মধ্যে ছিল বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া ২০ লাখ টাকা মূল্যের ১০০ ভরি স্বর্ণালংকার এবং এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকস পণ্য। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জর্জের স্ত্রীর ২৭ লাখ টাকার সম্পদের মধ্যে রয়েছে নগদ এক লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২০ লাখ টাকা, ছয় লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকস সামগ্রী (ফ্রিজ, টিভি অন্যান্য) এবং একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি দেখানো হয়েছে। গাড়িটির মূল্য উল্লেখ করা হয়নি। গাড়িটি তার শ্বশুর উপহার হিসেবে দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ৫ বছর আগে তার ২০ লাখ টাকা মূল্যের ১০০ ভরি স্বর্ণালংকার ছিল, এবার তার কোনো স্বর্ণালংকার নেই।
সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। পারিবারিকভাবে সেলিম আলতাফ আওয়ামী লীগ পরিবারের সন্তান। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও সাংসদ ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র। বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক ছিলেন। মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বর্তমানে তিনি কুমারখালী মহিলা পরিষদের সভানেত্রী। কুমারখালীতে আওয়ামী লীগের গোড়াপত্তনকারী পরিবারের মানুষ হিসেবে সেলিম আলতাফ পরিচিত। তার শিক্ষাগত যোগ্যতা এলএলএম। তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়েন  এবং বার ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০১৮ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *