টাকা ব্যয়ে গরমিল, শোকজের জবাব দিতে ফিফার সদর দপ্তরে বাফুফের ৪ কর্মকর্তা

অন্যান্য
Spread the love

অনুদানের টাকা ব্যয়ে গরমিল, শোকজের জবাব দিতে ফিফার সদর দপ্তরে বাফুফের ৪ কর্মকর্তা

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দেওয়া অনুদানের টাকা ব্যয়ে গরমিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

যে কারণে বাফুফেকে শোকজ করে ফিফা। সেই শোকজের জবাব দিতে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে ফিফার সদর দপ্তরে গেলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ চার কর্মকর্তা। 

জানা যায়, বাফুফের কর্মচারীদের বেতন বকেয়া রেখে ফিফার দেওয়া অনুদানের টাকা অন্য খাতে ব্যয় করে বাফুফে। 

বাফুফের আর্থিক অনিয়মের অভিযোগ নতুন নয়। আর্থিক অনিয়মের কারণে গত বছর বাৎসরিক অনুদান স্থগিত করে ফিফা। সেই ঘটনার রেশ ধরে বাফুফের ক্রয়-প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। সর্বনিম্ন দরদাতা পাবে কাজ। বাফুফেও সেটাই করেছে, কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েছে ফিফার অডিট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *